Khoborerchokh logo

গাজীপুরে আন্দোলনরত পোশাক শ্রমিকদের কাজে ফেরার আহবান জাহাঙ্গীর আলমের 212 0

Khoborerchokh logo

গাজীপুরে আন্দোলনরত পোশাক শ্রমিকদের কাজে ফেরার আহবান জাহাঙ্গীর আলমের

আলমগীর কবীর:
 গত এক সপ্তাহ ধরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদেরকে আগামীকাল বুধবার (১ নভেম্বর)২০২৩৩ইং কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন,গাজীপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ্যড. মো. জাহাঙ্গীর আলম।


 গত এক সপ্তাহ ধরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদেরকে আগামীকাল বুধবার (১ নভেম্বর)২০২৩৩ইং কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ্যড. মো. জাহাঙ্গীর আলম।


জাহাঙ্গীর আলম আরও বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকরা যে আন্দোলন শুরু করেছেন তা ইতোমধ্যে গাজীপুরের বিভিন্ন অঞ্চলের কারখানাগুলোতে ছড়িয়ে পরেছে। গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে মজুরি বোর্ডের কাছে ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা দাবি করেছেন। এ নিয়ে বোর্ডের আলাপ-আলোচনা চলছে। আগামী ১ নভেম্বর মজুরি বোর্ডের ৫ম সভা অনুষ্ঠিত হবে। আশা করা হচ্ছে মজুরি বোর্ড শ্রমিকদের দাবি বিবেচনায় নিয়ে একটি গ্রহণযোগ্য মজুরি ঘোষণা করবেন। এই সময়ে শ্রমিকরা কারখানার কাজ বন্ধ রেখে অঘোষিত আন্দোলন এবং ভাঙচুর করলে মজুরি বৃদ্ধির আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে।


অঘোষিত এবং অনাকাঙ্ক্ষিত শ্রমিক আন্দোলনে যে সকল শ্রমিক ভাই ও বোনেরা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান।

 গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক। তবে আন্দোলনের নামে ভাঙচুর ও নাশকতা যৌক্তিক আন্দোলনকে বিপথে পরিচালিত করা। এ ব্যাপারে শ্রমিক ভাই ও বোনেরা সজাগ দৃষ্টি রাখবেন এবং কোনো বহিরাগত শক্তি যেন এর পেছনে ইন্ধন যোগাতে না পারে,সেদিকে খেয়াল রাখতে হবে। মজুরি বৃদ্ধির বিষয়টি চলমান প্রক্রিয়া এবং শ্রমিক-মালিক উভয় পক্ষই মজুরি প্রস্তাবনা দিয়েছে। এখনো চূড়ান্ত ঘোষণা হয়নি। আমরা আশা করি বর্তমান বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে একটি সম্মানজনক মজুরি ঘোষণার মধ্য দিয়ে শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি ন্যায্যতা পাবে। শৃঙ্খলা ছাড়া সেই আন্দোলন জয় হয় না। বুধবার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।  
এ সময় শ্রমিক নেতা মাসুদ,কফিল উদ্দিন,তমিজ উদ্দিন,শাহজাহান,মো. নজরুল ইসলাম, ফরহাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com